সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

টিনা

বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাকী ৪ জন বিয়ে করে যে যার মত সংসার পেতেছে এবং তাদের সন্তানদের নিয়ে ব্যস্ত। টিনা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সামনে টেস্ট এবং পরীক্ষার ফরম ফিল-আপ করতে হবে। মা-সহ টিনা ভাইদের সংসারে ভাগাভাগি করে খাওয়া-দাওয়া করে। কিন্তু টিনার পড়ার খরচ কউ নিতে চায় না। সংসারে তার বিয়ে  দেওয়ার ব্যাপারে সবাই শংকিত। এ নিয়ে ভাইদের মধ্যে ঠেলাঠেলি এবং ভাইয়ের স্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা শোনায়। টিলার মধ্যে অনেক অভিমান কাজ করে দিনের পর দিন এগুলো শুনতে শুনতে তার অসহ্য লাগে। একসময় স্থানীয় এক লোক তাকে ঢাকায় গার্মেন্টেসে কাজের কথা বলে ঢাকায় যেতে বলে। টিনা কাউকে কিছু না বলে ঢাকার গাড়ীতে/বাসে উঠে পড়ে। বাসস্ট্যান্ডে পোঁছে সে কাঁদতে থাকে তার পার্শ্ববর্তী সেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বসেছিল। তারা তাকে অত্র ভিএসসিতে দিয়ে যায়। পরবর্তীতে তার অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে প্রেরণ করা হয়। এক্ষেত্রে স্থানীয় পুলিশ সহযোগিতা করেছে।