সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

কুইক রেসপন্স টিম / সাপোর্ট ইউনিট

শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, যানবাহনে, চলাচলের পথে এবং গৃহে নির্যাতন ও হয়রানির শিকার নারী ও শিশুদেরকে দ্রুততম সময়ে উদ্ধার, আইনী সহায়তা ও সাপোর্ট দেয়ার লক্ষ্যে গঠিত হয়েছে কুইক রেসপন্স ইউনিট। এই ইউনিট নিম্নলিখিত কাজগুলো করে যাচ্ছে।
১)    QRT (Quick Response Team) কর্তৃক দ্রুত ঘটনাস্থলে গমন, ভিকটিম উদ্ধার ও আইনী সহায়তা প্রদান
২)     স্কুল কলেজ, গার্মেন্টস এলাকায় ক্যাম্পেইন প্রোগ্রাম করা
৩)    বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমন্বয় গড়ে তুলে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও কর্মশালা, সেমিনার ও মত বিনিময় সভার আয়োজন করা।
৪)   শারিরিকভাবে আহত, মানসিকভাবে বিপর্যস্ত বা অন্যকোন ভাবে ভিকটিম হওয়া নারী ও শিশুদের পাশে থেকে সব ধরনের আইনগত ও মানবিক সাহায্য প্রদান
৫)  QRT কর্মক্ষেত্রে নারীরা যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সে জন্য তাদের নিরাপত্তার স্বার্থে মালিক, শ্রমিক কল্যাণ সংগঠনসহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় সাধন
৬)  থানা সমূহে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ কার্যক্রমে জনসাধারণকে ডিভিশনের কার্যক্রম ও কিভাবে সাহায্য পাওয়া যাবে সে বিষয়ে মতবিনিময় করা।
৭)   এই ইউনিটের মাধ্যমে নির্যাতনের অগ্রিম তথ্য সংগ্রহের পাশাপাশি নিয়মিত শ্রমিক, মালিক, প্রেশজীবি সংগঠন, স্কুল কলেজের প্রধান শিক্ষকের সাথে সমন্বয় সাধন করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
৮)  পারিবারিক সমস্যা সমাধানে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে মামলা দায়ের করার ক্ষেত্রে সহায়তা প্রদান।
৯)   QRT টিমের একজন এসআই পদমর্যাদার অফিসারের নেতৃত্বে চার সদস্যের মাধ্যমে গঠিত হয়েছে এবং প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত অফিসারের নিকট একটি করে মোট চারটি হেল্পলাইন নম্বর আছে।

নম্বর সমূহঃ

০১৭৫৫৫৫৬৬৪৪
০১৭৩৩২১৯০৩০
০১৭৫৫৫৫৬৬৪৫
০১৭৩৩২১৯০০৫
 


নির্যাতনের শিকার নারী ও শিশুদের তাৎক্ষণিক উদ্ধার ও সহায়তান প্রদানের জন্য দৃঢ অঙ্গীকারাবদ্ধ কুইক রেসপন্স টিম