সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

ভবিষ্যত পরিকল্পনা
  • এই বিভাগে যারা এ পর্যন্ত বিবিধ সেবা গ্রহণ করেছেন সেই সেবাগ্রহীতাদের সমন্বয়ে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠাক করা।
  •  সমাজের সর্ব পর্যায়ের নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে এই বিভাগে কার্যকর ব্যবস্থা ভিত্তিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা।
  • সংবেদনশীল অথবা স্পর্শকাতর মামালার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিশেষ তদন্ত দল গঠন ও কার্যক্রম পরিচালনা।
  • স্পেশাল ব্রিগেড গঠনের মাধ্যমে মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, নারী গার্মেন্টস শ্রমিকদের মধ্যে নির্যাতন প্রতিরোধে উদ্ধুদ্ধকরণ এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
  • তদন্ত কার্যক্রমকে আরো ফলপ্রসু করার লক্ষ্যে তদন্তকারী ও তদারকি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদান।
  • বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আন্তঃসম্পর্ক উন্নয়ন ও নেটওয়ার্ক স্থাপেনের মাধ্যমে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ভিকটিমসহ অন্য ভিকটিমদের জন্য সর্বোত্তম সেবা প্রদান।
  • ভিকটিমদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ।
  • সমাজের বিভিন্ন স্তরের শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে তাদের চিন্তাধারা ও সুপারিশের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও সেবা কার্যক্রমকে আরো জনমুখী করা।
  • মোবাইল কোম্পানী কর্তৃক প্রদেয় শর্টকোডভিত্তিক এসএমএসএর মাধ্যমে নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থা গ্রহণ।

বিভাগীয় শহরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারের তালিকাঃ

ক্রমিক নং        বিভাগ               ভিকটিম সাপোর্ট সেন্টারের অবস্থান
    ০১             খুলনা                 সোনাডাঙ্গা থানা কম্পাউন্ড, খুলনা
    ০২            বরিশাল              কোতয়ালী থানা কম্পাউন্ড, বরিশাল
    ০৩           চট্টগ্রাম                ডবলমুরিং থানা কম্পাউন্ড, চট্টগ্রাম
    ০৪            সিলেট                 কোতয়ালী থানা কম্পাউন্ড, সিলেট
    ০৫            রংপুর                 কোতয়ালী থানা কম্পউন্ড, রংপুর
   ০৬            রাজশাহী             শাহ্ মখদুম থানা কম্পাউন্ড, রাজশাহী