সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

সুপারিশ সুমহ

সুপারিশ:

  • ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে মেট্রোপলিটান অর্ডিন্যন্স-এ  অন্তর্ভুক্তির মাধ্যমে আাইনি কাঠামোর আওতায় আনা।
  • সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত প্রক্রিয়া সহজ ও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা ।
  • নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩), পারিবারিক সুরক্ষা ও প্রতিরোধ আইন, ২০১০ ও মানব   পাচার আইন, ২০১২ -সহ অন্যান্য প্রচলিত আইনের প্রয়োগ, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিধানসমূহ সমন্বিতভাবে কার্যকর করা ।
  • পারিবারিক পুনর্বাসনকে অগ্রাধিকার ভিত্তিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার সনাক্তকরণ ও সমন্বিত পুনর্বাসন কার্যত্রমের নীতিমালা প্রণয়ণ করা ।
  • সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে নূন্যতম দুইজন কাউন্সিলর ও মানসিক চিকিৎসক নিয়োগ করা ।
  • হারানো, প্রতিবন্ধী, নারী ও শিশু ভিকটিমের পরিবার সনাক্তকরণের ক্ষেত্রে বেসরকারি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে সহযোগীতা বৃদ্ধি এবং বাংলাদেশ টেলিভিশন কর্তৃক সপ্তাহে পরিবার সনাক্তকরণের জন্য একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা যার মাধ্যমে পরিত্যক্ত শিশুর সংখ্য ভবিষ্যতে আরো হ্রাস করা সম্ভব হবে। এখানে উল্লেখ্য যে, পরিত্যক্ত শিশুদের মধ্যে অপরাধ প্রবণ হওয়ার সম্ভাবনা বেশী থাকে ।
  • সরকারী হোম বা শিশু পরিবারে বা আশ্রয়কেন্দ্রে ভিকটিমের চাহিদা অনুযায়ী সেবার ব্যবস্থা করা যাতে ভিকটিম সার্পোট সেন্টার থেকে সহজ পদ্ধতিতে নারী ও শিশুকে রেফার করা যায় ।
  • যত দ্রুত সম্ভব ভিকটিম সাপোর্ট সেন্টারের সংখ্যা বৃদ্ধি করে সারাদেশে এ সেবাকে সহজলভ্য করা ।
  • শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারী ও শিশুদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি সেবাসমূহ গ্রহণের পথ সুগম করা এবং তাৎক্ষণিক বিশেষায়িত সেবা প্রদানের জন্য সরকারি ও বেসরকারি  সংস্থার সমন্বয়ে জরুরী আশ্রয়ের ব্যবস্থা করা।
  • শিশু আইন, ২০১৩ এ সংযোজিত নতুন ধারাসমূহের আলেকে সকল দায়িত্ব পালনের জন্য আইন সম্পর্কিত ওরিয়েন্টেশন ওয়ার্কশপ এর ব্যবস্থা করা।