আমাদের প্রচিলত সমাজ ব্যবস্থায় নারী ও শিশুরা সমাজের বিভিন্ন স্তরে প্রতিনিয়ত সহিংসতা , গৃহ নির্যতন, পাচার, অপহরণ, যৌন নিপীড়ন, যৌন হয়রানি, এবং যৌন নির্যাতনের শিকারসহ অন্যান্য ন্যায্যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিতি হচ্ছে। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র, পরিবহন এবং চলাচলের পথে নারীরা যে সকল নির্যতনের শিকার হয়ে থাকে তা পুরো সমাজ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এইরূপ বিভিন্ন ধরণের নির্যাতন ও সহিংসতার শিকার নারী ও শিশুদের সমযোপযোগী ও এবং পেশাগত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ সংস্কার কর্মসূচী, ইউএনডিপি-এর সহায়তায় বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। অতি স্বল্প সময়েই স্থান নির্ধারণ, অবকাঠামোগত সংস্কার, সহযোগী সংস্থার সাথে চুক্তি ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে তেজগাঁও থানা সংলগ্ন কম্পাউন্ডে ১৭ই ফেব্রুয়ারী ২০০৯ সালে বাংলাদেশের প্রথম ভিকটিম সাপোর্ট সেন্টারের পথচলা ও কার্যক্রম শুরু হয়। তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন ভিকটিম সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।