ভিএসসির কার্যক্রমকে মনিটর করার জন্যঃ
আঞ্চলিক স্টিয়ারিং কমিটি-
স্মারক নং-এস/৩৭-২০১১/৬৪২, তারিখ-২৫/০১/২০১২ ইং মূলে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ, ডিএমপিকে প্রধাণ করে ২৩ সদস্যের একটি স্থায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়। এর কার্যক্রম নিম্নরুপ
১। ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং।
২। বাংলাদেশ পুলিশ ও এনজিওসমূহের কার্যক্রমের সমন্বয় করা।
৩। কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারী উদ্যোগের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা।
৪। ত্রৈমাসিক সভা করা।
জাতীয় স্টিয়ারিং কমিটি-
ডিআইজি (ক্রাইম), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার দ্বারা পরিচালিত ১৭ সদস্যের (বাংলাদেশ পুলিশ, ১০ এনজিও,ইউএনডিপি ও ইউনিসেফ) একটি স্টিয়ারিং কমিটি আছে।
এই কমিটি প্রতি তিন মাসের মধ্যে একসাথে বসে ভিএসসি এর সেবা ও ব্যবস্থাপনাকে পর্যবেক্ষণ করে।