সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

তদন্ত ইউনিট

ইনভেস্টিগেশন ইউনিটের কার্যক্রম :

বাংলাদেশে প্রচলিত ফৌজদারী আইনে নারীদের প্রতি সংঘটিত বিভিন্ন অপরাধ এবং শাস্তির বিধান, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের মাধ্যমে অসহায় নারীরা কোথা হতে আইনগত সহায়তা পাবে, নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের প্রয়োগ ও নিরাপত্তা প্রদান বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষ্য নিয়ে গত ১৮ জুলাই/২০১১ইং তারিখে ইনভেস্টিগেশন ইউনিটের কার্যক্রম চালু হয়। এই ডিভিশন ডিএমপির ৪৯ টি থানায় রুজুকৃত নারী ও শিশু নির্যাতনের মামলা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এই ইউনিটতদন্ত করছে। ইতোমধ্যে ৯৭৩  টি মামলার তদন্তভার এই বিভাগের উপর ন্যাস্ত হয়েছে।

 বর্তমানে ০৩ জন ইন্সপেক্টর সহ সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ১৬ (ষোল) জন নারী তদন্ত কর্মকর্তা কে খুব সতর্কতার সাথে এই মামলার তদন্তকাজে নিয়োজিত করা হয়েছে। ০১ জন ডিসি ০১ জন এডিসি, ০২ জন সিনিয়র এসি এবং ০১ জন এসি মামলার তদন্ত তদারকির দায়িত্ব পালন করছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। নারী ভিকটিম ও বাদীগণ নারী অফিসারদের কাছে তাদের অনাকাঙ্খিত  বেদনাদায়ক নির্যাতনের কথা বলতে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ করছে এবং এই বিভাগের কর্মকর্তারা কাউন্সেলিং এবং প্রনোদনা মূলক সেবার মাধ্যমে তাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সাহস যোগাচ্ছে।