সহিংসতার শিকার নারী ও শিশুদের মানসম্মত, সময়মত এবং পেশাগত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ সংস্কার কর্মসূচী, ইউএনডিপি-এর সহায়তায় ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। অতি স্বল্প সময়েই স্থান নির্ধারণ, অবকাঠামো সংস্কার, সহযোগী সংস্থার সাথে চুক্তি ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে ২০০৯ সালের ১৭ই ফেব্রুয়ারী তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে তেজগাঁও থানা সংলগ্ন বাংলাদেশের প্রথম ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়। তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন ভিকটিম সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ পুলিশ বেসরকারি সংস্থার সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভিকটিম সাপোর্ট সেন্টারে সেবা গ্রহণকারী নারী ও শিশুদের একই কেন্দ্র থেকে পুলিশি সেবা প্রদানের পাশাপাশি আইনগত সহায়তা, কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা প্রদান করা হচ্ছে। যদিও বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন যাবত নারী ও শিশুদের স্বল্প ও দীর্ঘমেয়াদী সহায়তা গ্রহণের জন্য থানা থেকে এনজিওসমূহে রেফার করে আসছিল, তা সত্যেও ভিকটিম সাপোর্ট সেন্টারের পেশাগত ও সমন্বিত সেবা প্রদানের মাধ্যমে এ প্রক্রিয়াটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। নিমোক্ত সংস্থাসমূহ ভিকটিম সাপোর্ট সেন্টারকে এ ব্যপারে সার্বিক সহায়তা করছেঃ
সহযোগী সংস্থাসমূহ হলোঃ