সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

অজ্ঞাত শিশু (০১)


 

 

ছোট এক শিশু, কৌতহলী চাহনী, শুধু চারদিকে মায়ের খোঁজ করা। কতইবা বয়স বড় জোড় ১২মাস। ঐটুকুন মেয়েকে মা ফেলে রেখে চলে গেছে। বাসে করে ময়মনসিংহের পথে যাচ্ছিলো ছোট মেয়েটির মা। যখন বাস সাতরাস্তা নামক স্থানে পৌঁছলো তখন বাচ্চাটির মা পাশের সিটে বসে থাকা সাথী নামের অন্য মহিলার কোলে  দিয়ে বোতলে করে পানি আনার উদ্দেশ্যে নিচে নেমে যায়। কিন্তু ৫/৭ মিনিট চলে গেলেও মহিলা আর পানি নিয়ে আসে না। সবাই মিলে খোঁজাখুঁজি করার পরও আর ঐ মহিলাকে খোঁজে পাওয়া যায়নি। উপয়ান্তর না পেয়ে সাথী সকলের পরামর্শে স্থানীয় থানায় যায় এবং সেখান থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। মেয়েটির খাওয়ার জন্য ল্যাক্টোজেন আনানো হয়, খিচুরী তৈরী করা হয়, দুধ, বিস্কুট, চিপ্সসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়। কিন্তু কেউ তো তার মাকে এনে দিতে পারছে না। তাই তার চোখের কান্না যেন থামতেই চায়না। ভিকটিম সাপোর্ট সেন্টার তার জন্য যা যা করার প্রয়োজন তার সবই করছে। কিন্তু কতদিন আর রাখা যাবে তাই তার ছবি প্রত্রিকায়, চ্যানেল আই, চ্যানেল জিটিভি ও চ্যানেল একাত্তরে দেখানো হলো। কিন্তু যে মা স্বেচ্ছায় স্বজ্ঞানে তার কোলের কন্যা শিশুকে ফেলে রেখে যায় সেই মা কি আর আসবে ঐ সন্তানকে নিতে। তবুও যদি তার পরিবারের অন্য কোন আত্মীয় টিভিতে তাকে দেখতে পেয়ে নিতে আসে তাহলেও তো সে প্রকৃত অভিভাবকের কাছে ফিরে যেতে পারে। কিন্তু না এতো বড় পৃথিবীতে ছোট শিশুটির বোধহয় কেউ নেই তাইতো তাকে কেউ নিতেও আসেনি। শেষে এক বছরের এই কন্যা সন্তানটিকে কোর্টের মাধ্যমে একজন আগ্রহীশীল ব্যক্তির নিকট তার দায়িত্ব অর্পণ করা হয়।