ভিকটিম বাবু (৪/৫) কে এক ব্যক্তি আবদুলস্নাপুর এলাকায় পেয়ে হেফাজতে রাখে। পরবর্র্তীতে ঐ ব্যক্তি তাকে উত্তরা থানায় প্রেরণ করেন। থানা পুলিশের নিকট বাবু জানায় যে, তার বাড়ী নারায়নগঞ্জের ফতুলস্নায়। থানা পুলিশ ফতুলস্না থানায় যোগাযোগ করে। কিন' তারা ঠিকানা বের করতে পারেনি। পরবর্তীতে বাবুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। গত ২৬/০৪/২০১২ ইং তারিখে ভিকটিম সাপোর্ট সেন্টারে এসেও বাবু জানায় তার বাড়ী ফতুলস্নায়। তখন গত ০৩/০৫/২০১২ ইং তারিখ ওমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দুই জন পুলিশ সদস্য বাবুর বাসা খোঁজার উদ্দেশ্যে তাকে সাথে নিয়ে নারায়নগঞ্জ ফতুলস্নার উদ্দেশ্যে রওনা হন। উক্ত তারিখেই তারা ভিকটিম বাবুর বাসা খুজে পান এবং ফতুলস্না থনার মাধ্যমে উক্ত ভিকটিমকে তার পরিবারের নিকট বুঝিয়ে দিয়ে আসেন।