সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

বিনু

বিনু আকতার (১১) ছন্মনাম
মা এবং সাত বছরের ভাই এর সাথে আসতো ঢাকায়। দাদা বাড়ী উত্তর বছরের সাগর পাড়ে। তার বয়স যখন ছয় বছর তার মা-বাবার মধ্যে ঝগড়া-ঝাটি হয় এবং তার মা দুই সন্তান নিয়ে আরেকটি লোককে বিয়ে করে এবং একসাথে বসবাস করে। এভাবে দুই বৎসর কাটে এবং তার মা ছোট্ট একটা চাকুরীতে যোগদেয়। তার মায়ের অনুপস্থিতিতে মায়ের দ্বিতীয় স্বামী তথা তার সৎবাবার কু-দৃষ্টি পড়ে তার উপর। দিনের পর দিন তার সৎ বাবা বিভিন্ন উছিলার তার শরীরে হাত দিতে থাকে। একসময় তার মা বুঝতে পারে এবং উপায় না দেখে বিনুকে রাস্তায় নামিয়ে দেয় “ তুই চলে যা যেদিকে চোখ যায়”। মেয়েটি রাস্তায় ঘুরতে থাকে । এসময় থানা পুলিশ তাকে উদ্ধার করে ভিএসসিতে দিয়ে যায়। প্রথমে বিনু কিছু বলতে চায় না, শুধু কাঁদে। এসময় অত্র সেন্টারের প্রত্যেকের ভালো ব্যবহারে সে সবকিছু খুলে বলে কিন্তু তার মায়ের ঠিকানা খুঁজে পাওয়া যায় না। তবে বাংলাদেশ পুলিশের নেটওয়ার্কের মাধ্যমে তার স্থায়ী ঠিকানা জানা যায় এবং তার দাদা-দাদী, চাচা, ফুফুদের ঠিকানা জানা যায়। তাদের সাথে যোগাযোগ করলে কেউ মেয়েটির দায়িত্ব নিতে চায় না। পরবর্তীতে স্থানীয়- জনপ্রতিনিধিদের সহযোগিতায় তার দাদী-দাদার কাছে বিনুর দায়িত্ব দেওয়া হয়।