বসবাস করে গাজীপুরের কোন ঝুপরি ঘরে। মায়ের বর্তমান স্বামী সাথী-বিথীকে বোঝা মনে করে। তাদের মাও বুঝতে পারে যে তার বর্তমান স্বামী তাদের চায় না এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদ শুরু হয়। তার মা গত ঈদুল আযহায় ঢাকা শহরের ঈদের মাংস যোগাড়ের জন্য ট্রেনে তুলে দেয়। তারা কমলাপুর স্টেশনে পৌঁছায়। সাথীকে স্থানীয় ব্যক্তি পুলিশের হাতে তুলে দেয় এবং স্থানীয় পুলিশ অত্র ডিভিশনে প্রেরণ করে। বিথীর কোন খোঁজ পাওয়া যায় না।