সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

ছন্দা

পরিচয়ের পর উক্ত ছেলের সাথে মন দেয়া-নেয়া হয়। ছেলেটি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসে।  মেয়েটি বাসা থেকে বেরিয়ে আসার সময় কিছু টাকা-পয়সা, অলংকার সাথে নিয়ে আসে। তা দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বাসা নিয়ে কিছুদিন একসাথে থাকে। তারপর তার প্রেমিক পুরুষ তাকে হোটেলে অবস্থান করিয়ে তাকে দিয়ে দেহ ব্যবসা করায়। একদিন থানা পুলিশ হোটেলে রেইড দিয়ে খদ্দের সহ তাকে আটক করে। মেয়েটির বয়স কম এবং তা সে তার কথিত প্রেমিকের প্রতারনার শিকার হয়ে দেহ ব্যবসায় জড়িয়েছে বলে জানা যায়। অত্র ভিএসসিতে তাকে প্রেরণ করা হয়। তার সব ঘটনা গোপন রাখা হয় এবং তার মা-বাবাকে ডেকে তাদের কাছে প্রেরণ করা হয়। পরবর্তীতে জানা যায় সে স্বাভাবিক জীবন যাপন করছে এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছে।