সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

রীতা

সে ইউএসএ সরকার কর্তক প্রতিমাসে এক হাজার ডলার ভাতা পায়। তার দায়িত্ব নিয়েছে তার কাজিন। সেজন্য সে তাদের সাথে একসাথে বসবাস করে।এর আগে সে বাড়ীর সদস্য কর্তৃক অত্যাচারিত হয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল এক কাপড়ে। থানা পুলিশ তাকে উদ্ধার করে অত্র ভিএসসিতে নিয়ে আসে। কোর্টের মাধ্যমে তাকে তার পরিবারে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে সে আসে দুই বার বাসা থেকে বেরিযে আসে। এবং থানা পুলিশ তাকে বাসায় পৌঁছে দেয়। এবার সে পুনরায় মনের দুঃখে বাসা থেকে বেরিয়ে সরাসরি কোর্টে যায় এবং কোর্ট থেকে অর্ডার করে নিয়ে আসে স্থায়ীভাবে ভিকটিম সার্পোট সেন্টারে থাকবে বলে । তাকে পাঁচ দিন যতেœর সাথে অত্র ভিএসসিতে রাখা হয়। সে তার বাসায় ফেরত যেতে চায় না। সে অনেক কষ্টের কথা বলে অত্র ডিভিশনের জন্য দোয়া করে। পরবর্তীতে কোর্টের মাধ্যমে তাকে তার পরিবারে লোকের কাছে হস্তান্তর করা হয়।