সাহায্য প্রয়োজন?
       ডিউটি অফিসার
: ০১৭৪৫৭৭৪৪৮৭, ০২-৪৮১১৮৫৪২
হটলাইন: ০১৩২০-০৪২০৮৫
ইমেইল
: vsc.dmp@dmp.gov.bd

জিসান

ছোট জিসান 19/1/2017 ইং তারিথে ভিকটিম সাপোর্ট সেন্টারে আসে। তাকে পাওয়া যায় ময়মনসিংহের নান্দাইল থানা এলাকায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাবা নিশান কমলাপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় রিক্সা চালায়। নান্দাইল থেকে শাহাজাহানপুর থানা মারফত জিসান কে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। জিসান কে প্রাথমিকভাবে কাউন্সিলিং করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অস্পষ্ট ভাবে জানায় যে, তার বাবা ষ্টেশন এলাকায় রিক্সা চালায় এবং মা কাকলি বাসাবাড়ীতে কাজ করে। একদিন সকালবেলা সে হাঁটতে বের হলে হঠাৎ করে কোথায় চলে আসে তা তার মনে নেই। ইতোমধ্যে কমলাপুর রেলওয়ে ষ্টেশন, সবুজবাগ, শাহজাহানপুর থানায় যোগাযোগ করলে জানা যায় যে, এই সংক্রন্ত কোন জিডি হয় নি। তারপরও তারা তাদের থানা এলাকায় মোবাইল, কিলো, সিরা, স্পেসাল ডিউটিরত অফিসারদেরকে বিষয়টি তথ্য সংগ্রহের জন্য জানায়। কিন্তু কোন প্রকার তথ্য পাওয়া যায়নি।

জিসান বেশকিছুদিন ভিকটিম সার্পোট সেন্টারে থাকার পর তার সাথে সহজ হয়ে মিশে যাওয়ার পর সে নারায়নঞ্জ এর নামাপাড়া নামক এক এলাকার কথা বলে। নারায়নগঞ্জ যোগাযোগ করা হলে ‘জিসান”  নামে কোন ছেলেন নিখোঁজ সংবাদ পাওয়া যায়নি। ““ডিএমপি নিউজ” এবং ফেসবুক পেইজে পোস্ট করেও কোন সাড়া পওয়া যায়নি। য়খন কোন ভাবেই তার ঠিকানা সংগ্রহ করা সম্ভব হলো না তখন মনে হয় স্রষ্টার ইশারায় তার ঠিকানা খুজেঁ পাওয়ার সম্ভাবনা পাওয়া গেল। ষ্টেশনের প্লাটর্ফমে রবিউল রাব্বি নামক এক ছেলের নিখোঁজ সংবাদ নজরে এলে সেই সুত্র ধরে নারায়নগজ্ঞ সদরে যোগাযোগ করা হলে এলাকায় কমিশনার এর সহায়তায় মাইকিং করার পর “জিসান” এর বাবা, মাকে ভিকটিম সার্পোট সেন্টারে আনা হলে জিসানের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তাদের কাছ থেকে জানা যায় যে, ছোট ভাইকে ঢিল মেরে বাসা থেকে পালিয়ে আসে। সেই 13/01/17 ইং তারিখ থেকে 03/02/17 ইং তারিখ পযন্ত সে তার পরিচয় গোপন করে রাখে। এমনকি বাবা মা সহ নিজের নামও সে বানিয়ে বলেেএবং সেই পরিচয়ের স্থির থাকে। তবুও মায়ের সাথে দেখা হওয়ার ক্ষনে সে সব ভুলে সে মায়ের কোলে ঝাপিয়ে পড়ে। কষ্ট আর আনন্দের অশ্রুতে ভরে যায় সেই মূহুর্ত।