আজমেরী সুপ্তি জেসী ও তার ২০ মাস বয়সী কন্যাকে সেগুনবাগিচাস' ভাড়া করা ফ্ল্যাট হতে উদ্ধার করা হয়। সুপ্তির ঘটনা যেন মীরপুরের দুই বোন রিতা ও মিতার ঘটনারই পুনরাবৃত্তি। সুপ্তি কারো সাথে মিশতোনা, বাড়ীর বিদ্যুত সংযোগ সে কেটে দিয়েছিল এবং বাসার ভিতরে যেন আলো বাতাস ঢুকতে না পারে সেজন্য জানালায় পেপার গুঁজে রাখত। তার ফ্ল্যাটটি ছিল দুর্গন্ধময়। ওমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন এর অনত্মর্গত কুইক রেসপন্স টিম সুপ্তিকে উদ্ধার করার পর তা পত্র পত্রিকায় বেশ আলোড়ন তোলে। যেহেতু সুপ্তি মানসিক রোগী তাই অত্র সেন্টার তার চিকিৎসার প্রতি বেশী গুরম্নত্বারোপ করে এবং ভিকটিম সাপোর্ট সেন্টার এর সহযোগী এনজিও আইন ও শালিস কেন্দ্রের সহযোগিতায় তার চিকিৎসার ব্যবস'া করে ও হাসপাতালে ভর্তি করে দেয়। এখন পর্যনত্ম সুপ্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।